Site icon Jamuna Television

রোহিঙ্গাদের ভরণপোষণে আন্তর্জাতিক সহায়তা চাইলেন সু চি

মিয়ানমারে প্রত্যাবাসিত হতে যাওয়া রোহিঙ্গাদের ভরণপোষনের জন্য, বিশ্ব নেতাদের সহযোগিতা চাইলেন দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি।

রোববার সিডনিতে, আসিয়ান শীর্ষ সম্মেলনের শেষ দিনে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর রাষ্ট্রনেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন সু চি। আলাপচারিতার সময় রোহিঙ্গাদের জন্য মানবিক ত্রাণ সহায়তা নিশ্চিত এবং তাদের আশ্রয়দানে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কথা বলেন তিনি। সম্মেলনের আয়োজক দেশ- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানান এ কথা। এর আগে, মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সেনা বর্বরতার জন্য সরাসরি অং সান সুচিকে দায়ী করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

Exit mobile version