Site icon Jamuna Television

টস জিতে ব্যাটিংয়ে উড়তে থাকা পাকিস্তান

ছবি: সংগৃহীত

নামিবিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে উড়তে থাকা পাকিস্তান। উইনিং কম্বিনেশন বজায় রাখতে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে দলটি।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রাত ৮ টায় শুরু হতে যাওয়া ম্যাচে অবশ্য দুটি পরিবর্তন এনেছে নামিবিয়া দল।

আসরের ৩ ম্যাচের তিনটিতেই জিতে উড়ছে পাকিস্তান। সেমিফাইনালও কার্যত নিশ্চিত বাবর আজম বাহিনীর। দলের খেলোয়াড়রাও আছেন চনমনে মেজাজে।

অন্যদিকে অঘটন ঘটাতে চায় নামিবিয়াও। বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত খেলে মূলপর্বে জায়গা করে নেয় দলটি। মূলপর্বেও জয় আদায় করে নেয় বাংলাদেশকে হারানো স্কটল্যান্ডের বিপক্ষে। সবমিলিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে নবাগত এই দলটিও।

Exit mobile version