Site icon Jamuna Television

ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলকে কড়া নিরাপত্তা দিবে পাকিস্তান

ছবি: সংগৃহীত

আগামী ৮ নভেম্বর থেকে ১৪ নভেম্বর তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ নারী দল। এই সফরে তাদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজ নারী দলের এই সফরে পাকিস্তানের বিশেষ নিরাপত্তা বিভাগের প্রায় ৩৬৮ ও আইন শৃঙ্খলা বাহিনীর ৫০০ পুলিশ নিয়োজিত থাকবে। সিরিজের স্বার্থে ওয়েস্ট ইন্ডিজ দল যেখানেই বিচরণ করবে সেখানেই নিরাপত্তা নিশ্চিত করবে এসব বাহিনী।

তাই পাকিস্তান সফরে মাঠের খেলায় যাই হোক, অন্তত নিরাপত্তার দিক থেকে নিশ্চিন্তে থাকবে ক্যারিবিয়ান নারীরা।

কিছুদিন আগেই ক্রিকেট বিশ্বের হাইপ্রোফাইল দুই দল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সিরিজ বাতিল করার পর শঙ্কায় পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজগুলো। কিন্তু পাকিস্তানে নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই বলে দাবি পিসিবি সভাপতি রমিজ রাজা ও প্রধানমন্ত্রী ইমরান খানের।

Exit mobile version