Site icon Jamuna Television

আন্তর্জাতিক সূচিকে গুরুত্ব দেয় না ভারতীয় খেলোয়াড়রা: আকরাম

ছবি: সংগৃহীত

ভারতের খেলোয়াড়রা আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজকে গুরুত্ব দেয় না বলে মনে করেন পাকিস্তানের সাবেক তারকা পেসার ওয়াসিম আকরাম। এছাড়া, বিশ্বকাপ তো পরের কথা, কোনো লিগ ম্যাচই আন্তর্জাতিক ক্রিকেটের মতো হতে পারে না বলেও মন্তব্য করেন আকরাম।

ভারতের পূর্ণশক্তির দল সাদা বলে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে চলতি বছরের মার্চে। ইংল্যান্ডের বিপক্ষে সেই সিরিজের পর বিশ্বকাপের শুরু পর্যন্ত সাদা বলে আর খেলেনি বর্তমান স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়।

এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভারতের ব্যাটিং অর্ডারেও খুঁত দেখেছেন আকরাম। রোহিতকে তিন নম্বরে খেলানোর তীব্র সমালোচনা করেন ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। রোহিতকে ওপেনিংয়ে রেখে ইশান কিশানকেই তিনে খেলানো উচিত ছিলো বলে মনে করেন তিনি।

ভারতের বর্তমান অবস্থার কারণে আইপিএলকেও দায়ী করেন আকরাম। তিনি মনে করেন, ভারতীয় খেলোয়াড়রা আন্তর্জাতিক ম্যাচের চেয়ে আইপিইএলের মত লিগ ম্যাচকেই বেশি গুরুত্ব দেন। লিগ ম্যাচে প্রতিপক্ষ দলে ২ জন ভালো বোলার থাকতে পারে। কিন্তু আন্তর্জাতিক ম্যাচে ৫ জনই ভাল বোলার থাকে। তাই আন্তর্জাতিক ম্যাচের সমমান কোনো লিগ ম্যাচই হতে পারে না।

Exit mobile version