Site icon Jamuna Television

বায়োবাবল ভেঙে শাস্তির মুখে গফ

ইংলিশ আম্পায়ার মাইকেল গফ।

বায়ো-বাবল ভেঙে আইসিসি’র কাছে ধরা পড়েছেন ইংলিশ আম্পায়ার মাইকেল গফ। ফলে শাস্তি হিসেবে তাকে ছয় দিনের নিষেদ্ধাজ্ঞা দেয়া হয়েছে। এ সময় তিনি কোনো ম্যাচে আম্পায়ারিং করতে পারবেন না। গফকে থাকতে হবে আইসোলেশনে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই প্রথম বায়োবাবল ভাঙার ঘটনা।

আইসোলেশনে থাকার কারণেই গত রোববার ভারত-নিউজিল্যান্ড ম্যাচে আম্পায়ারিং করার কথা থাকলেও মাঠে আসেননি গফ। রিচার্ড ক্যাটেলব্রোর সঙ্গে মারাইস এরাসমাস সেই ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন। সাবেক ব্যাটসম্যান গফ বর্তমান বিশ্বের অন্যতম সেরা আম্পায়ারদের একজন। তবে শর্ত ভাঙায় আইসিসির জৈব নিরাপত্তা কমিটির হাত থেকে রক্ষা পাননি তিনি।

আইসিসির এক মুখপাত্র বলেছেন, জৈব নিরাপত্তা বলয় ভাঙায় উপদেষ্টা কমিটি আম্পায়ার মাইকেল গফকে ছয়দিনের জন্য আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে।

যদিও আইসিসির অফিসিয়ালরা এই আম্পায়ার কীভাবে বলয় ভেঙেছেন সেটি প্রকাশ করেনি। তবে জনপ্রিয় ব্রিটিশ গণমাধ্যম মিরর জানাচ্ছে, গত শুক্রবার অনুমতি ছাড়া হোটেল থেকে বেরিয়ে যান গফ। এরপর বাবলে না থাকা মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি।

Exit mobile version