চলতি দশকেই মিথেন গ্যাস নিঃসরণ ৩০ শতাংশ কমানোর অঙ্গীকার করলো যুক্তরাষ্ট্রসহ ৮০ দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন। একে ‘যুগান্তকারী উদ্যোগ’ হিসেবে আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেন বলেন, চুক্তিটি বাস্তবায়িত হলে কমে যাবে পৃথিবীর অর্ধেক দূষণ। ইউরোপিয়ান কমিশনের প্রধানও ভাষণে তুলে ধরেন- মিথেন গ্যাস কাটছাঁটের মাধ্যমে দ্রুত জলবায়ু পরিবর্তনের প্রভাব ধীরগতির করা সম্ভব। তার দাবি- কলকারখানা থেকে নির্গত মিথেনই ৩০ ভাগ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী।
জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচির দাবি, চুক্তি অনুসারে কাজ করলে সেটি পৃথিবীর উষ্ণতা শূন্য দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে সক্ষম। বায়ুদূষণের কারণে মৃত্যুহারও কমবে। এছাড়া দুই কোটি ৬০ লাখ টন পর্যন্ত বাড়বে ফসলের উৎপাদন।
ইউএইচ/

