Site icon Jamuna Television

কাবুলে জোরালো বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২০

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে দু’দফা জোরালো বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ জনে। মঙ্গলবার সামরিক হাসপাতালের বাইরের ওই হামলায় আরও ১৬ জন আহত হয়।

হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন-আইএসকেএফ। তারা জানিয়েছে, ৪০০ শয্যা বিশিষ্ট সর্দার দাউদ খান সামরিক হাসপাতাল ছিল তাদের মূল টার্গেট। কিন্তু কঠোর নিরাপত্তা থাকায় গেটে দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপরই হাসপাতাল প্রাঙ্গণে ঢুকে পড়ে বন্দুকধারীরা। এলোপাথাড়ি গুলিতে ত্রাসের রাজত্ব কায়েম করে তারা।

ইসলামিক এমিরেটসের উপ-মুখপাত্র বিলাল কারিমি জানান, নিরাপত্তা বাহিনীর অভিযানে ঘটনাস্থলেই প্রাণ হারায় ৪ হামলাকারী। একজনকে জীবিত আটক করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, ১৫ অগাস্ট আফগানিস্তানে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। এরপরই একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে আইএস।

ইউএইচ/

Exit mobile version