Site icon Jamuna Television

জলবায়ু সম্মেলনে অংশ না নেয়ায় চীন-রাশিয়াকে কটাক্ষ বাইডেনের

ছবি: সংগৃহীত।

জলবায়ু সম্মেলনে অংশ না নেয়ায় চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (২ নভেম্বর) এক ভাষণে শি জিনপিংয়ের অনুপস্থিতিকে বড় ভুল বলে আখ্যা দেন তিনি।

বাইডেন কটাক্ষ করে বলেন, চীন বিশ্বশক্তি হিসেবে নিজেদের জাহির করতে চাইলেও, বিশ্বনেতা হিসেবে যথাযথ ভূমিকা পালন করছেন না শি। রাশিয়া প্রসঙ্গে বলেন, মরুভূমিতে পরিণত হচ্ছে দেশটি, অথচ তাদের প্রেসিডেন্ট এ বিষয়ে নিশ্চুপ।

কোপ-২৬ সম্মেলনে ১২০ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নিলেও দুই প্রেসিডেন্টের বদলে প্রতিনিধি পাঠিয়েছে চীন-রাশিয়া। বন উজাড় বন্ধে মঙ্গলবারের অঙ্গীকারনামায় স্বাক্ষরও করেছে দুই দেশ। এদিন বন ব্যবস্থাপনা বিষয়ক এক বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন পুতিন। সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পরই চীনের অবস্থান। আর রাশিয়া আছে ৫ম স্থানে।

Exit mobile version