Site icon Jamuna Television

পেশাগত দক্ষতা বাড়িয়ে মানুষের আস্থা অর্জনে বদ্ধপরিকর সেনাবাহিনী: সেনাপ্রধান

ছবি: সংগৃহীত।

দেশে-বিদেশে নিজেদের দায়িত্ব পালনে সবসময় প্রস্তুত সেনাবাহিনী, এমন মন্তব্য করেছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। বুধবার (৩ নভেম্বর) সকালে চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান আরও বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সেনাবাহিনী দেশের মানুষের আস্থা অর্জনে বদ্ধপরিকর। সেনাবাহিনীতে নতুন করে ১০টি ব্যাটালিয়ন যুক্ত হয়েছে বলেও জানান সেনাপ্রধান।

অনুষ্ঠানে ১৬তম কর্ণেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাপ্রধান। সামরিক রীতি অনুযায়ী গার্ড অব অনার প্রদান করা হয় তাকে। পরিয়ে দেয়া হয় কর্ণেল র‍্যাংক ব্যাচ।

Exit mobile version