Site icon Jamuna Television

চীনে বন্ধ হলো ইয়াহু’র কার্যক্রম

ছবি: সংগৃহীত

ক্রমবর্ধমান বাণিজ্যিক চ্যালেঞ্জ ও আইনি জটিলতায় চীনে বন্ধ হলো মার্কিন প্রযুক্তি কোম্পানি ইয়াহুর কার্যক্রম। গত ১ নভেম্বর থেকে দেশটির মূল ভূখণ্ডে নিজেদের কার্যক্রম বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ইয়াহু কর্তৃপক্ষ। বিশ্বব্যাপী উন্মুক্ত ও স্বাধীন ইন্টারনেট ব্যবহার নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানায় তারা।

এদিন থেকেই কার্যকর হয় চীনের ব্যক্তিগত সুরক্ষা আইন। এর মাধ্যমে প্রযুক্তি কোম্পানিগুলোর কার্যক্রমের সীমা নিয়ন্ত্রণের ক্ষমতা পায় কর্তৃপক্ষ। তথ্য সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে মান নির্ধারণ করবে চীনা কর্তৃপক্ষ। ফলে চীনকে ঝুঁকিপূর্ণ বাজার হিসেবে চিহ্নিত করে এ টেক জায়ান্ট।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকেই ইয়াহু দেশটিতে সীমিত করে এনেছে নিজেদের কার্যক্রম। গেল মাসে চীনে নিজেদের কার্যক্রম বন্ধ করে আরেক মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফটের নেটওয়ার্কিং সাইট লিংকডইন। এছাড়াও চীনে ফেসবুক ও গুগলের মতো ইন্টারনেট সার্ভিসও ব্লক করেছে কর্তৃপক্ষ।

Exit mobile version