Site icon Jamuna Television

স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে দেশে ফিরলো টাইগাররা

ফাইনালে হারে ক্ষত নিয়ে দেশ ফিরেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা থেকে আজ দুপুরে দেশে ফিরেন সাকিব-তামিম ও বিসিবির কর্মকর্তারা।

ফাইনালে শেষ বলে দিনেশ কার্তিকের অতিমানবীয় ছয়ে স্বপ্নভঙ্গ হয় টাইগারদের। এমন হারের পরই দিনেই দেশে ফেরার বিমানে উঠে দল। হযরত শাহজালাল বিমানবন্দরে নেমে গনমাধ্যমের সাথে কথা বলেন মুশফিকুর রহিম ও বিসিবি সভাপতি।

ফাইনালে হারলেও এই ম্যাচে বীরের মত লড়েছে পুরো দল-এমনটাই মনে করেন নাজমুল হাসান পাপন। আর এমন পরাজয় থেকে শিখতে চান মুশফিকুর রহিম। ভবিষ্যতে কিভাবে শেষ বল পর্যন্ত চাপ ধরে রাখতে হয় সেই শিক্ষা কাজে লাগাতে চায় বাংলাদেশ। দলের সাথে ফিরেছেন ভারপ্রাপ্ত কোচসহ অন্যান্য কোচিং স্টাফরা।

Exit mobile version