Site icon Jamuna Television

রুয়েটে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

ছবি: সংগৃহীত

আধিপত্য বিস্তারের জেরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসের সিসিআর ভবনের সামনে রুয়েট শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসফাক ইয়াসশির ইপু ও সাবেক ছাত্রলীগ কর্মী তানভীর আহমেদ আবিরের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রুয়েট ছাত্রলীগ কর্মীরা দুপুরে নগরীতে জেল হত্যা দিবসের কর্মসূচী শেষে ক্যাম্পাসে ফেরেন। ভারপ্রাপ্ত সভাপতি ইয়াসশির ইপু ও তার সর্মথকরা কেন্দ্রীয় মসজিদের সামনে জড়ো হন। এসময় সাবেক ছাত্রলীগ কর্মী আবির এর নেতৃত্বে তার সমর্থকরা সিসিআর ভবনের সামনে আসে। একপর্যায়ে আবিরের ক্যাম্পাসে ঢোকা নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে সেটি ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে।

Exit mobile version