Site icon Jamuna Television

পিরামিডের চূড়া থেকে লাফিয়ে আত্মহত্যার হুমকি

মিশরের গিজার একটি পিরামিডের চূড়া থেকে লাফিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় গণ মাধ্যমের বরাত দিয়ে আরব নিউজ জানায়, শনিবার ২০ বছর বয়সী একজন শ্রমিক খুফু পিরামিডের চূড়ায় উঠে ওখান লাফিয়ে পড়ে আত্মহত্যার হুমকি দেয়।

পর্যটন পুলিশ তার বাবা ও বোনের সহায়তায় আত্মহত্যার থেকে বাঁচিয়ে নিচে নামিয়ে আনে।

ঘটনার পরের দিন রোববার নিজের জীবনকে বিপদের মুখে ফেলা ও চার হাজার ৫০০ বছরের পুরনো পিরামিডের ওঠার জন্য তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

মিশরের আইন অনুসারে, পিরামিডে ওঠা আইনত নিষেধ।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবেশিদের সাথে সমস্যার জেরে ওই ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছে, এবং এর ফলে তা ভেতরে আত্মহত্যার মানসিকতা কাজ করেছিল।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version