Site icon Jamuna Television

লড়াইটা শেরিফ ও গাপটিলের

বেশিক্ষণ শেরিফের আড়ালে থাকেননি গাপটিল। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে সাফিয়ান শেরিফের দারুণ বোলিংয়ে স্কটল্যান্ডের উপর চড়াও হতে পারেনি কিউইরা। উল্টো মার্টিন গাপটিলের দৃঢ়তায় ১৩ ওভার শেষে ৩ উইকেট ১০৬ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।

গাপটিল আর ড্যারিল মিচেলের জুটিতে ছিল ধীরে শুরু করে পরবর্তীতে ঝড় তোলার আভাস। কিন্তু জশ ডেভির বদলে একাদশে জায়গা পাওয়া সাফিয়ান শেরিফের এক ওভারেই লেগে গেল ভজঘট। ড্যারিল মিচেলকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলার পর একই ওভারে লেগ স্ট্যাম্পের বাইরের এক স্লোয়ারে কেন উইলিয়ামসনকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যেতে বাধ্য করেন শেরিফ। এক ওভার বিরতি দিয়ে মার্ক ওয়াটের বলে উইকেটরক্ষক ক্রসের হাতে ধরা পড়েন নির্ভরযোগ্য মারকুটে ব্যাটার ডেভন কনওয়ে। আর স্কটিশদের সকল প্রতিরোধই শুরু হয়েছিল শেরিফের প্রথম ওভার থেকেই। মাত্র ২ ওভার বল করলেও ২ রান দিয়ে ২ কিউই টপ অর্ডারের উইকেট তুলে নিয়ে ম্যাচে স্কটল্যান্ডকে ভালোভাবেই রেখেছেন তিনি।

তবে এখন দাপট দেখাচ্ছেন মার্টিন গাপটিল। ৬ চার ও ৩ ছয়ের সাহায্যে ৩৮ বলে ৫৯ রান করে এখনও ক্রিজে আছেন এই দীর্ঘদেহী ওপেনার। তার সাথে ক্রিজে বেশ ভালোই জমে গেছেন গ্লেন ফিলিপস। শেরিফের সাথে হয়তো গাপটিলের আরও একটা দ্বৈরথ দেখবে এই ম্যাচ। তাতেই নির্ধারিত হতে পারে ম্যাচের গতি প্রকৃতি।

Exit mobile version