Site icon Jamuna Television

ইরফানের ফেরা অবধি দীপিকার শুটিং ‘প্যাকআপ’

বিরল ব্রেইন টিউমারে আক্রান্ত বলিউডের গুণী অভিনেতা ইরফান খান। উন্নত চিকিৎসার জন্য তিনি এখন ভারতের বাইরে রয়েছেন। তার ফেরা অবধি সিনেমার শুটিং ‘প্যাকআপ’ থাকবে জানিয়েছেন পরিচালক বিশাল ভার্দরাজ।

এক টুইট বার্তায় তিনি বলেন, “ইরফান একজন যোদ্ধা, এবং আমরা জানি সে জিতবে। তাই দীপিকা পাড়ুকোন, প্রিরনা ক্রিয়ার্জ ইন্টারটেইমেন্ট ও আমি সিদ্ধান্ত নিয়েছি, বিজয়ীর বেশে আমাদের যোদ্ধা ফিরে আসলেই পুণরায় সিনেমার শুটিংয়ে সময় সূচি ঠিক করবো।”

এর আগে এক টুইট বার্তা অভিনেতা ইরফান বলেছিলেন, “পরীক্ষার পর আমার নিউরোঅ্যান্ডোক্রাইন টিউমার ধরা পড়েছে। এটা মেনে নেওয়া খুবই কঠিন। কিন্তু চারপাশের মানুষগুলোর ভালোবাসা ও শক্তিতে আমি আশার আলো দেখতে পাচ্ছি।”

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version