Site icon Jamuna Television

মশার ‘প্রজননকেন্দ্র’ মিললেই বাসাবাড়ির মালিককে জেল-জরিমানা

বাসা-বাড়িতে এডিস মশা ‘প্রজননের ক্ষেত্র’ থাকলে জেল-জরিমানা হবে মালিকের। এমনটা ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

এডিস মশার বিস্তার রোধে করণীয় ঠিক করতে সোমবার দুপুরে নগর ভবনে বিশেষ বৈঠকে বসেন মেয়র সাঈদ খোকন। বৈঠকে বিশেষজ্ঞদের নানা মতামত উঠে আসে।

বৈঠক শেষে ঢাকা দক্ষিণের মেয়র জানান, মঙ্গলবার নগরবাসীর উদ্দেশ্যে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এতে রাজধানীর বাসিন্দাদের নিজ বাসা বাড়ি পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হবে। পরিত্যক্ত পানির পাত্র, যাতে এডিস মশা বংশ বিস্তার করতে পারে, রাখা যাবে না।

মেয়র আরও জানান, আগামী ৮ এপ্রিল থেকে মশার ‘প্রজননক্ষেত্রের’ সন্ধানে বাড়িতে বাড়িতে অভিযান চালাবে ভ্রাম্যমাণ আদালত। যদি কারও বাড়ির সীমানার ভেতরে এমন কিছু পাওয়া যায়, তবে সেই বাড়ি বা হোল্ডিংয়ের মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে জেল ও জরিমান করা হবে।

মেয়র দৃঢ়কণ্ঠে বলেন, নগরবাসী কোন বিব্রত অবস্থায় পড়ুক, এটা কারোরই কাম্য নয়। তবে মশার বিস্তার রোধে এই কার্যক্রম শক্ত হাতে পরিচালনা করা হবে।

Exit mobile version