Site icon Jamuna Television

বুমরার অজুহাত মানতে নারাজ গাভাস্কার

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে পর পর দুটি ম্যাচ হারের পর সমালোচনার মুখে পড়েছে ভারত। কারণ হিসেবে দলের পেসার জাসপ্রিত বুমরা বলেছিলেন, দীর্ঘদিন বায়ো-বাবলে থাকার কারণে ক্লান্ত ভারতীয় দল, আর সেই কারণেই এমন হার। তবে এমন মন্তব্য মানতে নারাজ ভারতীয় দলের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।

বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াইয়ে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হারের পর বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। কাগজে কলমে বিশ্বকাপ থেকে ছিটকে না গেলেও সেমিতে উঠার সমীকরণ প্রায় অসম্ভবই হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য।

এমন অবস্থায় দলের পেসার জাসপ্রিত বুমরা বলেন, বায়ো বাবলের কারণে ৬ মাস বাড়ি থেকে দূরে থাকার ফলে তারা অনেক ক্লান্ত। আর সেই কারণেই পর পর দুটি ম্যাচ হেরেছে দল। কিন্তু তার এমন মন্তব্য মানতে নারাজ ভারতীয় দলের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তার মতে কোনো অজুহাতই গ্রহণযোগ্য না।

সুনীল গাভাস্কার বলেন, বাজে পারফরমেন্স দিয়ে ম্যাচে হেরে যাওয়ার পর বায়ো বাবলের অজুহাত দেয়া ঠিক নয়। আপনি যখন ভারতের হয়ে খেলছেন তখন পেছনে ফিরে প্রাপ্তিগুলোকে দেখতে হবে। ঠিক একই ভাবে হারের পর আপনার ভুলগুলোকে শুধরে নিতে হবে। আপনাকে সবসময় সেরাটা দিতে হবে।

গাভাস্কার আরও বলেন, ভারতীয় সমর্থকরা কখনোই চায় না ভারত সব ম্যাচই জিতে আসুক। কিন্তু তাদের আশা ভারতীয় দলের খেলোয়াড়রা সব ম্যাচেই তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে খেলবে।

৭২ বছর বয়সী গাভাস্কার আরও মনে করেন, অন্যকিছু না ভেবে আগামী ম্যাচগুলোতে নিজেদের সেরাটা দেয়া উচিত হবে ভারতের।

Exit mobile version