Site icon Jamuna Television

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো আফগানিস্তান, দলে একাধিক পরিবর্তন

ছবি: সংগৃহীত

তৃতীয় জয়ের খোঁজে ভারতের বিপক্ষে টস জিতে বোলিং বেছে নিল আফগানিস্তান। আজকের ম্যাচে ভারতীয় দল খেলবে একাধিক পরিবর্তন নিয়ে।

আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে রাত ৮.০০ টায় শুরু হতে যাওয়া এই ম্যাচেও খেলছেন না মুজিব উর রহমান। একাধিক পরিবর্তন এসেছে ভারতীয় দলে। দলে ফিরেছেন সূর্যকুমার যাদব। আর বরুণ চক্রবর্তীর জায়গায় দলে এসেছেন রবিচন্দ্রন আশ্বিন।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের চলতি আসরে এখনও কোনো ম্যাচ জেতেনি ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারার পর দ্বিতীয় ম্যাচেও হারে নিউজিল্যান্ডের বিপক্ষে। তাই প্রথম জয়ের খোঁজে ভিরাট কোহলির দল।

আর আজকের ম্যাচে জিতে সেমিফাইনালের পথে এগিয়ে থাকতে চায় আফগানিস্তান। তিনটি ম্যাচ খেলে এরইমধ্যে দুইটি ম্যাচ জিতে গ্রুপ ‘২’র দ্বিতীয় অবস্থানে আফগানরা।

Exit mobile version