Site icon Jamuna Television

রোহিত-রাহুলের ব্যাটে ফিরলো হারানো আত্মবিশ্বাস

দুই ওপেনার ভালো সূচনা এনে দিয়েছে ভারতকে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত। অনেকগুলো সমীকরণ মিলিয়ে সেমিফাইনালে যাওয়ার আশা নিজেরাও করছে না বলেই হয়তো রোহিত শর্মা ও লোকেশ রাহুলের চাপমুক্ত ব্যাটে দেখা মিলেছে ভারতের হারানো আত্মবিশ্বাস। আফগানদের সিদ্ধান্তে ব্যাট করতে নেমে আশরাফ-নাভিনদের তুলোধুনো করে ১০ ওভারেই ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৮৫ রান।

চলতি আসরে ইনিংসের মাঝপথে স্পিনের বিপক্ষে মোটেও স্বচ্ছন্দে খেলতে পারেনি ভারত। তবে আজ শরাফউদ্দিন আশরাফ ও মোহাম্মদ নবিকে রোহিত ও রাহুল মোকাবিলা করছে বেশ ভালোভাবেই। রশিদ খান মোটে করেছেন এক ওভার আর মুজিব উর রাহমান নেই দলে। নাভিন উল হকের বলে একটু বেশিই চড়াও হয়েছে দুই ওপেনার, যার মাঝে রোহিত শর্মার আগ্রাসন একটু বেশিই দেখা যাচ্ছে। বেশির ভাগ বলই খেলছেন ব্যাটের মাঝ ব্লেডে। হাঁকিয়েছেন ৫টি চার ও ১টি ছয়। রোহিত ব্যাট করছেন ৪৪ রানে আর রাহুলের সংগ্রহ ৪০ রান।

রশিদ খানের বল দেখেশুনে খেলে বাকিদের উপর চড়াও হওয়ার পরিকল্পনা ভালোভাবেই কাজে লাগাচ্ছেন রোহিত ও রাহুল। ৬টি সিঙ্গেল গেছে রশিদ খানের এক ওভারে। পরের ওভারে অবশ্য লোকেশ রাহুল বাউন্ডারি হাঁকিয়ে স্বাগত জানিয়েছেন রশিদ খানকে।

Exit mobile version