Site icon Jamuna Television

অবশেষে রাহুল দ্রাবিড়ই হলেন ভারত দলের কোচ

ছবি: সংগৃহীত

ভারত ক্রিকেট দলের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। টুইট করে এ তথ্য নিশ্চিত করে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।

বিসিসিআইয়ের এক বিবৃতিতে জানা গেছে, বুধবার (৩ নভেম্বর) বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্রাবিড়কে কোচ ঘোষণা করে সুলক্ষণা নায়েক ও আর পি সিংয়ের উপদেষ্টা কমিটি। চলতি বিশ্বকাপের পরে নিউজিল্যান্ড সফর থেকে দলের দায়িত্ব নেবেন তিনি।

এর আগে, গত ২৬ অক্টোবর ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেন দ্রাবিড়। হেড কোচের নাম ঘোষণা হলেও এখনও নির্বাচন করা হয়নি দলটির ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের নাম। বিশ্বকাপের পরেই রবি শাস্ত্রী, ভরত অরুণ, আর শ্রীধর ও বিক্রম রাঠৌরের মেয়াদ শেষ হয়ে যাবে।

কোহলিদের কোচ কে হবেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। উঠে এসেছিল সাবেক কোচ অনিল কুম্বলে ও দলটির সাবেক তারকা ব্যাটসম্যান ভি ভি এস লক্ষণের নামও। আইপিএল চলাকালেই দ্রাবিড়ের কোচ হওয়ার গুঞ্জন উঠেছিলো। যদিও তখন বোর্ড সভাপতি গাঙ্গুলি জানিয়েছেন, যোগাযোগ করা হলেও কিছু জানাননি খেলোয়াড়ি জীবনে মিস্টার ওয়ালখ্যাত ব্যাটসম্যান দ্রাবিড়।

Exit mobile version