Site icon Jamuna Television

নামিবিয়াকে সাধুবাদ জানাতে ড্রেসিংরুমে হাফিজ-শাহিনরা

নামিবিয়ার ড্রেসিংরুমে খুনসুটিতে মেতেছেন হাফিজ-শাহিনরা।

ম্যাচ হারলেও লড়াকু মানসিকতায় পাকিস্তান দলের মন জয় করেছে নামিবিয়া। তাই তো ম্যাচ শেষে ড্রেসিংরুমে গিয়ে দলটিকে সাধুবাদ জানালেন হাফিজ-শাহিন আফ্রিদিরা। আকস্মিক এই ঘটনায় অভিভূত নামিবিয়ান ক্রিকেটাররা। হাততালি দিয়ে তাদের অভিবাদন জানান পাকিস্তানি ক্রিকেটাররা।

পরাজয়ের সান্ত্বনা দিতে নয়, বরং নামিবিয়ার লড়াকু মানসিকতার প্রশংসা জানাতেই হাফিজ, শাদাব, ফখর জামানদের গিয়েছিলেন নামিবিয়ার ড্রেসিংরুমে। প্রতিপক্ষ দলকে হাততালি দিয়ে ও বুকে জড়িয়ে অভিনন্দন জানালো ম্যাচে ৪৫ রানের বড় জয় পাওয়া পাকিস্তানি ক্রিকেটাররা। ম্যাচ জেতা হয়নি, কিন্তু জুটেছে পাকিস্তানের মতো বড় দলের প্রশংসা। সেই বা কম কিসে আইসিসির সহযোগী সদস্য নামিবিয়ার জন্য! তাইতো হাফিজ-ফখর-শাহিনদের পেয়ে সেলফি তোলার সুযোগ হাতছাড়া করেননি ইরাসমাস-উইলিয়ামসরা। আর পিএসএল সতীর্থদের পেয়ে রীতিমতো খুনসুটিতে মেতে উঠেন নামিবিয়ান তারকা ডেভিড ভিসে।

এখন পর্যন্ত ১৮৫ রান করে আসরের চতুর্থ সেরা ব্যাটার এই ডেভিড ভিসে। সবশেষ পাকিস্তানের বিপক্ষেও লড়লেন বুক চিতিয়ে। অপরাজিত থাকেন ৪৩ রানে। ১৯০ রানের জবাবে ৫ উইকেট হারালেও নামিবিয়া থামে ১৪৪ রানে।

এর আগে বল হাতে বাবর-রিজওয়ানদের কঠিন পরীক্ষা নিয়েছেন দলটির পেসাররা। প্রথম ১০ ওভারে পাকিস্তান নিতে পারে মাত্র ৫৯ রান। তাইতো এমন লড়াকু মানসিকতার নামিবিয়াকে সাধুবাদ না জানিয়ে পারেনি বাবর আজমের দল।

আসরে বাংলাদেশের ব্যর্থতার চিত্র যতটা হতাশ করেছে ক্রিকেট বিশ্বকে, ততটাই আশাবাদী করছে নামিবিয়া-স্কটল্যান্ডের মতো সহযোগী দেশগুলোর পারফরমেন্স। দিচ্ছে নতুন বার্তা, আকর্ষণ বাড়ছে বৈশ্বিক ক্রিকেটের।

Exit mobile version