Site icon Jamuna Television

নারীদের বিশ্বকাপ বাছাইয়ে সহজ গ্রুপে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

২০২২ সালের মার্চে অস্ট্রেলিয়ার মাঠে অনুষ্ঠিত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে ছোট এ ফরম্যাটে মূলপর্বে খেলতে হলে বাছাইপর্ব পেরুতে হবে জাহানারা আলম-সালমা খাতুনদের।

আসরটি সামনে রেখে আগামী ২১ নভেম্বর জিম্বাবুয়েতে শুরু হবে বাছাইপর্বের খেলা। দেশটির ৪টি মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হবে। এই বাছাইপর্বে মোট ১০টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে।

‘বি’ গ্রুপে বাংলাদেশ দলের সঙ্গে আছে পাকিস্তান, থাইল্যান্ড, আমেরিকা ও জিম্বাবুয়ে। ‘এ’ গ্রুপ ‘বি’ গ্রুপের চাইতে তুলনামূলক শক্তিশালী। এই গ্রুপে আছে ওয়েস্ট ইন্ডিজ, পাপুয়া নিউগিনি, শ্রীলংকা, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের মতো দল।

নারীদের এই বিশ্বকাপে সরাসরি খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। এই চার দলের সাথে দুইটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল খেলবে সুপার সিক্সে।

Exit mobile version