Site icon Jamuna Television

শতরানের জুটির রেকর্ড রোহিত-রাহুলের; সবার ওপরে বাবর-রিজওয়ান

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শতরানের জুটির রেকর্ড গড়লেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। আফগানিস্তানের বিপক্ষে ১৪০ রানের জুটি গড়ে এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এই দুই ওপেনার।

তবে এই তালিকায় সবার ওপরে আছেন পাকিস্তানি দুই ওপেনিং জুটি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। মোট ৫টি সেঞ্চুরি পার্টনারশিপ আছে এই দুই ওপেনারের। এই তো কয়েকদিন আগেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে শতরানের জুটি গড়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই দুই তারকা।

রোহিত-রাহুল জুটির আছে চারটি সেঞ্চুরি পার্টনারশিপ। আরো দুইটি জুটি চারবার একসাথে শতরান করেছেন। এই রোহিত শর্মার সাথেই চারবার শতরানের জুটি গড়েছেন আরেক ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। চারটি সেঞ্চুরি পার্টনারশিপ আছে কেন উইলিয়ামসন ও মার্টিন গাপটিলেরও।

তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ইন্ডিয়ার পক্ষে বিশ্বকাপ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন এই দুজন। ভেঙ্গে দিয়েছেন ১৪ বছর আগে করা গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগের রেকর্ড। এতদিন ভারতের হয়ে বিশ্বকাপ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৩৬ রানের রেকর্ড ছিল সাবেক এই দুই ওপেনারের।

Exit mobile version