Site icon Jamuna Television

বুকার পেলেন দক্ষিণ আফ্রিকার গ্যালগাট

ছবি: সংগৃহীত

বিশ্ব সাহিত্যের অন্যতম সম্মানজনক ‘বুকার পুরস্কার’ পেলেন দক্ষিণ আফ্রিকার লেখক ও নাট্যকার ডেমন গ্যালগাট।

বুধবার (৩ নভেম্বর) লন্ডনে এক আয়োজনে সম্মাননা গ্রহণ করেন তিনি। ‘দ্য প্রমিজ’ উপন্যাসের জন্য পুরস্কারটি জিতেছেন তিনি।

এর আগে দু’বার মনোনীত হলেও এবারই প্রথম পেলেন গুরুত্বপূর্ণ পুরস্কারটি। দক্ষিণ আফ্রিকার এক শ্বেতাঙ্গ পরিবার ও তাদের কৃষ্ণাঙ্গ ক্রীতদাসকে কেন্দ্র করে এগিয়েছে ‘দ্য প্রমিজ’ উপন্যাসের কাহিনী। ৮০’র দশক থেকে শুরু করে দেশটির রাজনৈতিক পট পরিবর্তনের গল্পও উঠে এসেছে বইটিতে।

উল্লেখ্য, ডেমন গ্যালগাটের আগে দক্ষিণ আফ্রিকার আরও দুই লেখক নাদিন গোরদিমার ও জে এম কোয়েৎজি এই সম্মানজনক পুরস্কার পেয়েছিলেন। ১৯৬৯ সাল থেকে বুকার পুরস্কার দেয়া হচ্ছে বিশ্বের স্বনামধন্য সাহিত্যিকদের। যার অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড বা ৬৮ হাজার ১৭৫ ডলার।

Exit mobile version