Site icon Jamuna Television

সারাদেশে উদযাপিত হচ্ছে কালীপূজা

ছবি: সংগৃহীত

দুর্গাপূজার পর উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা বা শ্যামাপূজা।

বৃহস্পতিবার সকাল ৬টা ৩৩ মিনিট হতে পরদিন রাত ৩টা ১৪ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি। পূজা উপলক্ষে প্রতিটি মন্দিরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা।

পূজার দিন হিন্দু সম্প্রদায় সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্জ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করবেন। লোকবিশ্বাস অনুযায়ী কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এই কারণে বিভিন্ন অঞ্চলে শ্মশানে, শ্মশানকালী পূজা অনুষ্ঠিত হয়।

ইউএইচ/

Exit mobile version