Site icon Jamuna Television

আজ ‘মান রক্ষার’ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়।

সমীকরণে সুপার টুয়েলভে টানা চার ম্যাচ হেরে এরইমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে মাহমুদউল্লাহ বাহিনী। তবে ঘরের মাঠ মিরপুরে সম্প্রতি প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে অজিদের বিপক্ষে শেষ ম্যাচে জয় তুলেই বাড়ি ফিরতে চায় মুশফিক-লিটনরা।

অপরদিকে সুপার টুয়েলভের গ্রুপ ওয়ানে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে দুটিতে জিতেছে অস্ট্রেলিয়া। তাই সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য জয়ের বিকল্প নেই ফিঞ্চ-ওয়ার্নারদের।

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে অতীতে ৯ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-অস্ট্রেলিয়া। অতীতের সেই সাক্ষাতে ৫ ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া আর চার ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। যদিও অতীত সমীকরণ, সাম্প্রতিক পারফরম্যান্স এবং অভিজ্ঞতায় বাংলাদেশ দলের চেয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।

ইউএইচ/

Exit mobile version