Site icon Jamuna Television

কাশ্মিরে বাস খাদে পড়ে শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত

ছবি: সংগৃহীত

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে বাস খাদে পড়ে শিশুসহ প্রাণ গেছে কমপক্ষে ২২ জনের। বুধবারের (৩ নভেম্বর) দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আট জন।

আজাদ কাশ্মিরের পুলিশ বিভাগ জানায়, রাওয়ালপিন্ডি থেকে গ্যারিসন সিটির দিকে যাচ্ছিলো বাসটি। পুলন্দ্রির জেলার পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। এক পর্যায়ে পড়ে যায় গভীর খাদে। ঘটনাস্থলেই মারা যায় বেশিরভাগ। প্রাণহানি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় নিহত ২ শিশুর বয়স নয় ও চার বছর। এছাড়া এক সেনা সদস্যও আছেন মৃতের তালিকায়।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে বাসে যান্ত্রিক ত্রুটি ছিল বলে জানা গেছে। আজাদ কাশ্মিরে প্রায়ই এধরণের সড়ক দুর্ঘটনার খবর মেলে। বেশিরভাগ ক্ষেত্রে চালকদের বেপরোয়া গতি আর অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে হয় এসব দুর্ঘটনা।

Exit mobile version