Site icon Jamuna Television

আমার ধারণা ছিল মা পর্ন সাইট চালান: সারা আলি

ছবি: সংগৃহীত

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। বড়পর্দায় তাদের কাজের উপস্থাপনাও মানুষকে প্রভাবিত করে। যেমন বর্তমান বলিউড ক্রেজ সারা আলি খানই ছোটবেলায় তার তারকা মা-বাবাকে ‘খারাপ মানুষ’ ভাবতেন। তিনি জানিয়েছেন, বাবা সাইফ আলি খানের সিনেমা দেখে তাকে খারাপ মানুষ ও মা অমৃতা সিংয়ের সিনেমা দেখে মনে হয়েছিল তিনি পর্ন সাইট চালান। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, ‘ওমকারা’ ছবিতে ‘ল্যাংড়া ত্যাগী’ চরিত্রে সাইফকে দেখে ছোট্ট সারা বেশ ভয় পেয়ে গিয়েছিলেন। মনে হয়েছিল, তার বাবা কেবল খারাপ শব্দই ব্যবহার করেন। অন্য দিকে ‘কলিযুগ’ ছবিতে নিজের মাকে অভিনয় করতে দেখে তার ধারণা হয়েছিল, অমৃতা পর্ন বানানোর পেশার সঙ্গে যুক্ত। কারণ সেই ছবিতে যৌন দৃশ্যের আধিক্য ছিল। ঘটনাচক্রে সেই দু’টি ছবির জন্য সাইফ এবং অমৃতা সেরা অভিনেতা-অভিনেত্রী হিসেবে মনোনীত হন।

খবরে আরও বলা হয়, একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময়ে সারা তার ছোটবেলার এই মজার অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, আমি অবাক হয়ে গিয়েছিলাম তাদের পুরস্কার পাওয়ার কথা শুনে। ভেবেছিলাম, কেনো ওই সবের জন্য সেরার তালিকায় ওদের নাম লেখা হলো?

সাইফ আলি খানের সঙ্গে অমৃতার যখন বিচ্ছেদ হয়, সারার বয়স তখন মাত্র নয় বছর। এরপর মায়ের কাছে থেকে তার আদর্শেই ধীরে ধীরে বেড়ে ওঠেন অভিনেত্রী। তাই অমৃতাকে ঘিরেই আবর্তিত সারার জীবন। সাইফ দ্বিতীয় বিয়ে করলেও (করিনার সঙ্গে) অমৃতা একাই থেকেছেন তার সন্তানদের সঙ্গে।

আরও পড়ুন: ১০ বছর মাকে হাসতে দেখিনি: সারা

ইউএইচ/

Exit mobile version