Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে ৫-১১ বছরের শিশুদের করোনার টিকাদান শুরু

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ওপর করোনা টিকা প্রয়োগ শুরু হয়েছে। বুধবার (৩ নভেম্বর) দেশজুড়ে শুরু হয় টিকাদান কর্মসূচি।

দেয়া হয় ফাইজার-বায়োএনটেক টিকা। শুরুতে দেড় কোটি ডোজ টিকা বণ্টন করা হয়েছে বিভিন্ন অঙ্গরাজ্যে। স্কুল শিক্ষার্থীদের জন্য এক ডোজে থাকবে ১০ মাইক্রোগ্রাম টিকা। যা প্রাপ্তবয়স্কদের এক তৃতীয়াংশ। খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থার পর মঙ্গলবার শিশুদের ওপর ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা প্রয়োগের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের রোগতত্ত্ব ও সংক্রামক বিভাগ-সিডিসি। এমন সিদ্ধান্তের অনেক আগে থেকেই সরকার ৫-১১ বছর বয়সের শিশুদের টিকা দেয়ার জন্য পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ করে রেখেছিল এবং সেগুলো এখন দেশব্যাপী বিতরণ করা হচ্ছে।

সিডিসির অনুমোদনের পর হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে বাইডেন বলেছিলেন, আজ আমরা কোভিড-১৯ রোগের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে টার্নিং পয়েন্টে পৌঁছে গেছি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৫৮ শতাংশ মানুষ করোনা টিকার পূর্ণাঙ্গ ডোজ পেয়েছে। ১২ বছরের নিচে ২ কোটি ৮০ লাখ শিশু পাবে টিকা।

Exit mobile version