Site icon Jamuna Television

কাল থেকে রাজশাহীতে পরিবহন ধর্মঘট

ছবি: সংগৃহীত

রাজশাহী ব্যুরো:

ডিজেলের বাড়তি দামের সাথে বাস ভাড়ার সমন্বয়ের দাবিতে আগামীকাল ৫ নভেম্বর থেকে রাজশাহীতে কর্মবিরতি ডেকেছে বাস মালিক-শ্রমিকদের একাধিক সংগঠন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে এ ধর্মঘটের আহ্বান করেন তারা। এই ধর্মঘটের আহ্বানের কারণে কাল থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে রাজশাহীসহ আশেপাশের জেলায়।

পরিবহন সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, রাজশাহী থেকে কোনো বাস চলাচল করবে না এবং অন্য কোনো জেলা থেকেও রাজশাহীতে বাস ঢুকতে পারবে না।

এদিকে ধর্মঘটের ঘোষণার পরপরই রুটগুলোতে বাসের সংখ্যা কমে যাওয়ায় শুরু হয়েছে যাত্রীদের দুর্ভোগ।

ইউএইচ/

Exit mobile version