Site icon Jamuna Television

ড্রোন হামলায় শিশুসহ ১০ আফগান নাগরিককে হত্যায় কোনো আইন ভঙ্গ হয়নি: পেন্টাগন

ছবি: সংগৃহীত

কাবুলে গেলো আগস্টে ড্রোন হামলা চালিয়ে শিশুসহ ১০ আফগান নাগরিককে হত্যা ‘ভুল করে’ হলেও কোনো আইন ভঙ্গ হয়নি। চূড়ান্ত পর্যালোচনা শেষে এ তথ্য জানিয়েছে পেন্টাগন।

বুধবার এক বিবৃতিতে মার্কিন বিমান বাহিনীর ইন্সপেক্টর লেফটেন্যান্ট জেনারেল সামি সাইদ বলেন, ‘এটি ছিল স্পষ্ট ভুল’। তালেবান ক্ষমতা দখলের পর কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মাত্র একদিন আগে ২৯ আগস্ট ওই ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র।

তখন বলা হয় আইএস’র গাড়ি লক্ষ্য করে চালানো হয়েছে এ হামলা। এতে শীর্ষ আইএস নেতার মৃত্যু বলে জানানো হয়। তবে তদন্তে বেরিয়ে আসে আইএস নয়, সাধারণ নাগরিকদের বহনকারী একটি গাড়িতে চালানো হয় হামলা। এতে এক ত্রাণকর্মী ও তার পরিবারের নয় সদস্য প্রাণ হারায়। এর মধ্যে সাতজনই শিশু।

ইউএইচ/

Exit mobile version