Site icon Jamuna Television

বাংলাদেশকে ব্যাট করতে পাঠালো অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। টস জিতে অস্ট্রেলিয়া ব্যাট করতে পাঠিয়েছে বাংলাদেশকে।

অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ টস জিতে বলেন, উইকেট দেখে বেশ ভালো মনে হচ্ছে। তাছাড়া বেশ কিছুদিন পেয়েছি আমরা বিশ্রামে জন্য। নিজেদের গুছিয়েও নিয়েছি।

ফিঞ্চ জানান, অ্যাশটন অ্যাগারের পরিবর্তে দলে আসছেন অলরাউন্ডার মিচেল মার্শ।

বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, স্কোরবোর্ডে একটি ভালো সংগ্রহ জমা করতে হবে আমাদের। এই আসরটি আমাদের জন্য ছিল বেশ কঠিন। সামর্থ্য অনুযায়ী ভালো খেলতে পারিনি আমরা। নিজেদের প্রমাণের জন্য এবং নিজেদের বিশ্বাস পুনরুদ্ধারের জন্য খেলবো আমরা। একাদশে এসেছে একটি পরিবর্তন। নাসুম আহমেদের জায়গায় এসেছে মোস্তাফিজুর রহমান।

Exit mobile version