Site icon Jamuna Television

৬ ওভারেই নেই ৫ উইকেট!

এমন আনন্দের উপলক্ষ্য প্রায় প্রতি ওভারেই পাচ্ছে অজিরা। ছবি: সংগৃহীত

সেই চিরচেনা বাংলাদেশকেই দেখা যাচ্ছে আজ দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে। বিশ্বকাপে দুর্দশার কোথাও কোনো খামতি না রেখে শেষ ম্যাচে ৬.১ ওভারেই বাংলাদেশ হারিয়েছে ৫ উইকেট! প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৯ ওভার শেষে ৫৪ রান।

ব্যর্থতার দিক দিয়ে ধারাবাহিক হবার দিকে আরেকটি পদক্ষেপ নিয়ে গোল্ডেন ডাক হাঁকিয়েছেন লিটন দাস। মিচেল স্টার্কের বলে মুখোমুখি হওয়া প্রথম বলেই ইনসুইং ইয়র্কারে প্লেইড অন হয়ে ফিরে গেছেন তিনি। চলতি আসরে উদ্বোধনী জুটিতে ব্যর্থতার যে ধারাবাহিকতা, তা শেষ ম্যাচেও লিটনের ব্যাটে অব্যাহত রাখলো বাংলাদেশ।

তার পরের ওভারেই জশ হ্যাজলউডের বলে বোল্ড হয়ে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেন তিনে ব্যাট করতে নামা সৌম্য সরকার। তিনি করেছেন ৮ বলে ৫ রান। 

দলের প্রাথমিক বিপর্যয়ে ক্রিজে এসেছিলেন মুশফিকুর রহিম, আর সাজঘরে ফিরেছেন তিনি বিপর্যয় বাড়িয়ে। পার্ট টাইম অফস্পিনার গ্লেন ম্যাক্সওয়েলের ছোট্ট টার্নের কাছেই পরাস্ত হলেন মিস্টার ডিপেন্ডেবল! নতুন বলে জশ হ্যাজলউডের অফ স্ট্যাম্প করিডোরের ডেলিভারি বা সাপের ফনা তোলার মতো মিচেল স্টার্কের ইনসুইং ইয়র্কার না, দলের সেরা ব্যাটারকে সাজঘরে ফেরাতে অজিদের লাগলো ম্যাক্সওয়েলের নিরীহ দর্শন এক অফস্পিন!

জশ হ্যাজলউডের শর্ট বলে পুল করতে গিয়ে দলের পক্ষে একমাত্র দুই অঙ্কের রানে পৌঁছানো মোহাম্মদ নাঈমও ফিরে গেছেন ১৭ রান করে। আর অ্যাডাম জাম্পা আক্রমণে এসেই প্রথম বলে স্লিপে ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন আফিফ হোসেনকে। লিটনের পর স্কোরকার্ডে আরেকটি শূন্য বাড়ানো ছাড়া আফিফের অবদানও শূন্য।

Exit mobile version