Site icon Jamuna Television

লাগাতার সহিংসতায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন

ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাগাতার সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশন উদ্বিগ্ন। ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানান নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) জুম মিটিংয়ে আলোচনা শুরুর আগে প্রথম ধাপের নির্বাচনে সহিংসতার অভিজ্ঞতায় পরের ধাপ নিয়ে কর্মপরিকল্পনা জানতে চায় কমিশন।

মিটিংয়ে অংশ নিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জের ডিআইজিরা। নির্বাচন কমিশন সচিব বলেন, এর আগের নির্বাচনগুলোতে বেশকিছু সহিংসতার ঘটনা ঘটেছে। এর ফলে আসন্ন দ্বিতীয় ধাপের নির্বাচন নিয়ে উদ্বিগ্ন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারবৃন্দ খুবই উদ্বিগ্ন।

Exit mobile version