Site icon Jamuna Television

অসহায় মোস্তাফিজ; চূড়ান্ত লজ্জার সামনে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

স্কোরবোর্ডে যখন থেকে মাত্র ৭৩ রান, তখন সেই রানকে ডিফেন্ড করার জন্য বোলারদের দিকে প্রকৃতপক্ষে কেউ তাকিয়ে থাকে না। তবে একপ্রান্তে যখন আগুন ঝরিয়ে যাচ্ছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানকে বেধড়ক পেটাচ্ছে দুই অজি ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। মোস্তাফিজের দ্বিতীয় ওভারেই দুই ওপেনার তুলেছেন ২১ রান। বিশাল ব্যবধানে পরাজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ।

তাসকিনের একের পর এক ১৪২ কিলোমিটার/ঘণ্টার আগুনে গোলায় যখন পরাস্ত হচ্ছিলেন ফিঞ্চ ও ওয়ার্নার, তখন মোস্তাফিজের ওভারেই খুলে যাচ্ছিল যাবতীয় অর্গল। ব্যাটে বলের সংযোগে আরও আত্মবিশ্বাসী হয়ে শেষে তাসকিনের ওভারেও দুটো বিশাল ছয় হাঁকিয়েছেন অজি অধিনায়ক ফিঞ্চ। তবে ফিঞ্চকে সরাসরি বোল্ড করে সাজঘরেও পাঠিয়েছেন স্পিডস্টার তাসকিন। তবে ততক্ষণে ফিঞ্চ করে ফেলেছেন ২ চার ও ৪ ছয়ে ২০ বলে ৪০ রান। আর অজিদের দলীয় সংগ্রহও হয়ে গেছে লক্ষ্য ছুঁইছুঁই।

প্রতিবেদনটি লেখার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৮ রান। জয়ের জন্য তাদের দরকার আর মাত্র ১৬ রান।

Exit mobile version