Site icon Jamuna Television

সুপারস্টার বিজয় সেতুপাতির ওপর হামলা

ছবি: সংগৃহীত।

বেঙ্গালুরু বিমানবন্দরে দক্ষিণি সুপারস্টার বিজয় সেতুপাতির ওপর হামলা হয়েছে। বিমানবন্দরে অজ্ঞাত এক ব্যক্তি এ সুপারস্টারের ওপর হামলা চালায়। হামলার সেই ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

সর্বভারতীয় সংবাদমাধ্যমজানায়, মঙ্গলবার (২ নভেম্বর) মধ্য রাতে মাস্টার শেফ তামিল অনুষ্ঠানের শুটিংয়ের জন্য বেঙ্গালুরু পৌঁছান বিজয়। দেহরক্ষীদের সাথে বিমানবন্দরের ভেতর দিয়েই হেঁটে যাচ্ছিলেন তিনি। হঠাৎ পেছন থেকে এক ব্যক্তি দৌড়ে এসে তাদের ওপর ঝাঁপিয়ে পড়েন। বিজয়কে ঘটনার সাথে সাথেই অন্যত্র সরানো হয়। বিমানবন্দরের পুলিশকর্মীরা ছুটে এসে সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আটক করেন। 

হামলার সময় ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন এক ব্যক্তি। পরে তা বুধবার (৩ নভেম্বর) টুইটারে আপলোড করলে ভাইরাল হয়। ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেননি সুপারস্টার বিজয় সেতুপাতি।

Exit mobile version