Site icon Jamuna Television

বাংলাদেশের ক্রিকেটে সমস্যা দেখছেন আকরাম, দেখালেন সমাধানও

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে ঘরের মাঠে যতটা দুর্দান্ত বাংলাদেশ দল, ঠিক ততটাই ফিকে বিদেশের মাটিতে। বাছাইপর্বে স্কটল্যান্ডের সাথে হারের পর বাকি দুটি ম্যাচ জিতে মূলপর্বে উঠলেও সেখানে জিততে পারেনি একটি ম্যাচও। টানা হারের পর বাংলাদেশের ক্রিকেট নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মিমস তৈরি করছেন নেটিজেনরা।

বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামও। বাংলাদেশের ক্রিকেট কাঠামোতেই মূল সমস্যা দেখছেন তিনি।

আকরাম বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভালো বোলার ও ভালো ব্যাটার তৈরি করতে হবে। আপনি সবসময় টার্নিং উইকেট পাবেন না, যেখানে স্পিনারদের খেলাবেন। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে স্পিনারদের প্রাধান্য দেয়া হয়। সেখানে কেউ চাইবে স্পিন ছেড়ে পেসার হতে?

অপরদিকে বাংলাদেশের ব্যাটিং নিয়ে কথা বলার সময়ে বেশ উপহাসও করেছেন তিনি। আবারও মন্তব্য করেছেন লিটন দাসের ব্যাটিং নিয়ে। বলেন, অনেকে লিটন দাসকে ভালো খেলোয়াড় বলে থাকেন। কিন্তু গত কয়েক বছর আমি লিটনের ব্যাটিং দেখেছি। কখনোই তাকে ধারাবাহিকভাবে ভালো খেলতে দেখিনি। আর তাই বাংলাদেশের ক্রিকেটে আরও ভাল মানের প্রতিভা দরকার।

Exit mobile version