Site icon Jamuna Television

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা বানালো পাকিস্তান!

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা তৈরি করেছে পাকিস্তানে। সিনেমার নাম ‘খেল খেল ম্যায়’। পাকিস্তানের বাণিজ্যিক ধারার এই সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দেশটির জনপ্রিয় অভিনেতা সজল আলী ও বিলাল আব্বাস খান। সিনেমাটি নির্মাণ করেছেন পাকিস্তানের খ্যাতনামা নির্মাতা নাবীল কুরেশি। গল্প লিখেছেন ফিজা আলি, মীর্জা ও নাবীল কুরেশি।

১৯৭১ সালে পাকিস্তানি হানাদাররা নিরীহ বাংলাদেশিদের ওপর হামলা চালায়। বাঙালিদের ওপর পৈশাচিক নির্যাতন চালায় পাকিস্তানি বাহিনী। যুদ্ধ চলে দীর্ঘ নয় মাস। এরপর জন্ম লাভ করে নতুন এক বাংলাদেশ। আর লজ্জার পরাজয় বরণ করে পাকিস্তান। 

এবার নিজেদের কুকর্ম পাকিস্তান তুলে ধরছে তাদের সিনেমায়! আগামী ১৯ নভেম্বর পাকিস্তানে মুক্তি পাবে ‘খেল খেল ম্যায়’ নামের একটি চলচ্চিত্রটি। ৩০ অক্টোবর সিনেমাটির প্রথম টিজার প্রকাশ পায়, আর তা দেখে ধারণা করা হচ্ছে, এতে ইতিবাচকভাবে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে। 

যা দেখে আঁচ করা যায়, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের ইতিহাসে অন্যরকম একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। 

Exit mobile version