Site icon Jamuna Television

যার জন্য পঞ্চাশেও বিয়ে করেননি অভিনেত্রী টাবু

ছবি: সংগৃহীত।

প্রায় চার দশক ধরে বলিউড মাতাচ্ছেন অভিনেত্রী টাবু। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) জীবনের নতুন আরেকটি বছরে পা দিয়েছেন এই অভিনেত্রী। তবে এই বয়সেও এখনও একা রয়েছেন ‘বিবি নম্বর ওয়ান’ খ্যাত এই তারকা।

সরাসরি বিষয়টির উত্তর না দিলেও এক সাক্ষাৎকারে মজার ছলে টাবু বলেন, আমি আর অজয় একে-অপরকে প্রায় ২৫ বছর ধরে চিনি। ও আমার ভাই সমীরের প্রতিবেশী আর ছোটবেলার বন্ধু। আমি যখন ছোট ছিলাম, সমীর আর অজয় আমার সবকিছুতে নজর রাখত। আর ছেলেদের ভয় দেখাত, যাতে তারা আমার সাথে প্রেম না করে। আর এই কারণেই আমার এখনও বিয়ে হয়নি!

১৯৭১ সালের ৪ নভেম্বর ভারতের হায়দ্রাবাদের একটি মুসলিম পরিবারে টাবুর জন্ম। তার পুরো নাম তাবাসসুম ফাতিমা হাশমি। ছোটবেলাতেই টাবুর বাবা-মায়ের ডিভোর্স হয়ে যায়। তিনি বিখ্যাত অভিনেত্রী শাবানা আজমি এবং আশির দশক মাতানো আরেক অভিনেত্রী ফারাহ নাজের ছোট বোন। চলচ্চিত্র পরিবারের হওয়ায় খুব ছোটবেলা থেকেই চলচ্চিত্র জগতের সঙ্গে টাবুর নিবিড় সম্পর্ক।

বলিউডে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্যাহলা প্যাহলা পেয়ার’ হলেও তিনি মূলত নজরে আসেন ‘বিজয়পথ’ সিনেমার মাধ্যমে।

Exit mobile version