Site icon Jamuna Television

৩৪ বছরেও নিজেকে জীবিত প্রমাণ করতে পারলেন না বুকুন দেবী!

ছবি: সংগৃহীত।

নিজেকে জীবিত প্রমাণ করতে ৩৪ বছর ধরে সরকারের বিভিন্ন দফতরে ঘুরছেন ৫২ বছর বয়সী বৃদ্ধা বুকুন দেবী। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ৫২ বছর বয়সী বৃদ্ধা বুকুন দেবী বিহারের ওয়েস্ট চাম্পারান জেলার বাসিন্দা। ১৯৮৭ সাল থেকেই সরকারি খাতায় ‘মৃত’ বুকুন দেবী। যতবারই তিনি নিজেকে জীবিত প্রমাণ করতে গেছেন, ততবারই তাকে ফিরিয়ে দেয়া হয়েছে।

বুকুন দেবী জানান, ভারতের সরকারি কর্মকর্তারা তাকে দেখে বহুবার বলেছেন, আবার এসেছে সেই মৃত নারী নিজেকে জীবিত প্রমাণ করতে।

ঘটনাটির শুরু ১৯৮৭ সালে। ওই বছর বুকুন দেবীর ছেলে সুখদেও প্রসাদ পরিসংখ্যান বিভাগ থেকে তার মায়ের ডেথ সার্টিফিকেট বের করে। উদ্দেশ্য ছিল, বুকুন দেবীর ১৮ কাঠা জমি দখল করা। বুকুন দেবী জানান, তার স্বামী ওই জায়গাটুকু তাকে রেজিস্ট্রি করে দিয়ে যান। কিন্তু পরে সেটি তার ছেলে দখল করার জন্য উঠেপড়ে লাগে। মায়ের জাল ডেথ সার্টিফিকেট বের করে বুকুন দেবীর ছেলে জায়গাটি দখল করে।

বুকুন দেবী বলেন, আমি যখনই স্থানীয় সরকারি অফিসে সমস্যা সমাধানের জন্য গেছি, তখনই আমাকে বের করে দেয়া হয়েছে। তারা আমাকে বলতেন, তুমি মৃত, বাড়ি যাও। 

তিনি আরও বলেন, জীবিত প্রমাণ করার জন্য আঁধার কার্ড, ব্যাংক পাসবুকের সব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দেয়া হয়েছে। এর পরেও তাকে জীবিত মানতে নারাজ সরকারি কর্মকর্তারা।

এ প্রসঙ্গে বুকুন আফসোস করে বলেন, আমি কী করব? আমি অসহায়!

Exit mobile version