Site icon Jamuna Television

মডেল আনসি’র মৃত্যুর আগে দেয়া পোস্ট ভাইরাল

ছবি: সংগৃহীত।

মৃত্যুর আগে ভারতীয় মডেল আনসি কবীরের দেয়া শেষ ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল হয়েছে। গত ১ নভেম্বর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আনসি। ওই দিন ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিও পোস্ট করেছিলেন আনসি। ক্যাপশনে লিখেছিলেন, এবার যাওয়ার সময় হলো। 

এদিকে, আনসির মর্মান্তিক মৃত্যুর পর তার ওই পোস্ট নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ফলোয়াররা ওই পোস্টের সাথে তার মৃত্যুর বিষয়টির সম্পৃক্ততা খুঁজে পেয়েছেন। এক নেটিজেন লিখেছেন, উনি হয়তো আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন।

ওই দুর্ঘটনায় আনসির সাথে নিহত হয়েছেন অঞ্জনা শাহজাহান নামে আরেক মডেল। এ বছরই মিস সাউথ ইন্ডিয়ার শিরোপা জেতেন আনসি।

২০১৯ সালে মিস কেরালা শিরোপাও জিতে নিয়েছিলেন তিনি। ওই  বছরই মিস কেরালা প্রতিযোগিতায় রানার আপ হয়েছিলেন অঞ্জনা শাহজাহান।

Exit mobile version