Site icon Jamuna Television

শ্রীদেবীর পরিবর্তে মাধুরী

অভিষেক ভার্মার পরবর্তী সিনেমাতে অভিনয়ের কথা ছিল বলিউড চাঁদনির। কিন্তু তার অকাল প্রয়াণে সব কিছু ভেস্তে গেল। অগত্যা শ্রীদেবীর পরিবর্তে মাধুরীকে বেছে নিতে হচ্ছে।

এক ইনস্টাগ্রাম পোস্টে এই খবরটি জানিয়েছেন, শ্রীদেবীরই বড় মেয়ে জাহ্নবি কাপুর। ওই ছবিতে আরও অভিনয় করবেন আলিয়া ভাট, সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা এবং আদিত্য রায় কাপুর।

ওই পোস্টে জাহ্নবি লিখেছেন, “একেবারে মন থেকেই অভিষেক ভার্মার পরবর্তী সিনেমাতে অভিনয় করতে চেয়েছিলেন মা…… বাবা, খুশি, এবং আমি। ধন্যবাদ মাধুরীকে এমন একটি চমৎকার সিনেমায় অভিনয়ের জন্য।”

এই সিনেমার মাধ্যমে ২৫ বছর পর আবারও রূপালী পর্দায় শ্রীদেবী ও সঞ্জয় দত্তকে একসাথে দেখা যেত।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version