Site icon Jamuna Television

সুপার টুয়েলভে আজ মাঠে নামবে যারা

সুপার টুয়েলভ পর্বের খেলায় আজ রয়েছে দুটি ম্যাচ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নামিবিয়া। বাংলাদেশ সময় বিকাল চারটায় মাঠে গড়াবে ম্যাচটি। আর দিনের আরেক খেলায় ভারতের প্রতিদ্বন্দ্বিতা করবে স্কটল্যান্ড। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে রাত আটটায়।

তিন ম্যাচে দুই জয় এবং এক পরাজয়ে কিউইদের পয়েন্ট চার। নামিবিয়ার বিপক্ষে জয় এলে শেষ চারের সম্ভাবনা আরও জোড়ালো হবে নিউজিল্যান্ডের। সে সাথে ব্ল্যাক ক্যাপসরা এগিয়ে যাবে নিট রান রেটেও।

অপরদিকে, প্রথম দুই ম্যাচে হেরে তৃতীয় খেলায় আফগানিস্তানের বিপক্ষে স্বস্তির জয় পায় ভারত। সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে হলে জয় ছাড়া কোনো বিকল্প নেই বিরাট কোহলিদের সামনে। নিজেদের জয়ের পাশাপাশি গ্রুপের অন্য ম্যাচের সমীকরণের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের।

গ্রুপ টু এর খেলায় সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। তাই পরবর্তী দলের লড়াইটা মূলত হচ্ছে ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে। এরই মধ্যে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। তবে শেষ চার নিশ্চিত করতে হলে ভারতকে জয়ের পাশাপাশি ঘুরাতে হবে রান রেটের চাকাও।

Exit mobile version