Site icon Jamuna Television

সুদানে বন্দি ৪ মন্ত্রীকে মুক্তির নির্দেশ সেনাপ্রধানের

সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাতাহ্ আল বুরহান। সংগৃহীত ছবি

সুদানে অভ্যুত্থান চলাকালে বন্দি ৪ মন্ত্রীকে মুক্তির নির্দেশ দিলেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাতাহ্ আল বুরহান। তবে, প্রধানমন্ত্রীকে গৃহবন্দি রাখার সিদ্ধান্ত বহাল থাকবে।

মুক্তি পেতে যাওয়া রাজনীতিক হলেন টেলিযোগাযোগমন্ত্রী হাশেম হাসিব আল রসূল, বাণিজ্যমন্ত্রী আলি গেদ্দো, তথ্যমন্ত্রী হামজা বালোল এবং ক্রীড়ামন্ত্রী ইউসূফ আদম। মূলত জাতিসংঘ এবং আন্তর্জাতিক মহলের চাপের মুখে তাদের ছাড়তে রাজি হলো সেনা সরকার। দেশটির অর্থ সহযোগিতা বন্ধ করে দেয়া হয়েছে স্থগিত করা হয়েছে বিভিন্ন জোটের সদস্যপদও।

তবে এখনও বন্দি প্রধানমন্ত্রীসহ বহু প্রশাসনিক কর্মকর্তা। ২৫ অক্টোবর অভ্যুত্থানের মাধ্যমে আফ্রিকার দেশটির ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। অভ্যুত্থান বিরোধী আন্দোলনে এখনো উত্তাল সুদান। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১ জন।

Exit mobile version