Site icon Jamuna Television

পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় আর নেই

পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সংগৃহীত ছবি

চলে গেলেন কলকাতার সাবেক মেয়র এবং পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯টায় এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার বয়স হয়েছিলো ৭৫ বছর। শেষ শ্রদ্ধা জানানোর জন্য আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রবীন্দ্র সদনে রাখা হবে প্রবীণ এই রাজনীতিকের মরদেহ। সেখান থেকে বালিগঞ্জের বাড়িতে এবং তার প্রিয় ক্লাবে নেয়া হবে শবযাত্রা। এরপরই কেওড়াতলা শ্মশানে সম্পন্ন হবে শেষকৃত্য। গত ২৪ অক্টোবর রাতে বুকে ব্যথা এবং শারীরিক অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি হন পঞ্চায়েতমন্ত্রী।

তৃণমূল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতার মৃত্যুতে গভীর শোকাহত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ১৯৭১ সালে কংগ্রেসের টিকেটে বালিগঞ্জ থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। মাত্র ২৫ বছরে তিনি হয়েছিলেন রাজ্যের মন্ত্রী।

Exit mobile version