Site icon Jamuna Television

করোনা সংক্রমণের পর ফুসফুসের জটিলতার জন্য দায়ী জিন শনাক্ত

সংগৃহীত ছবি

করোনাভাইরাস সংক্রমণের পর ফুসফুসের জটিলতা এবং মৃত্যুর জন্য মানবদেহের একটি জিনকে শনাক্ত করলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল।

জিনটির বৈজ্ঞানিক নাম দেয়া হয়েছে LZTFL1। এটি শনাক্তে মলিকিউলার প্রযুক্তির পাশাপাশি কৃত্তিম বুদ্ধিমত্তার সহযোগিতা নিয়েছেন গবেষকরা। তাদের দাবি, ঝুঁকিপূর্ণ জিনটি বহনকারী ৬০ শতাংশ মানুষ দক্ষিণ এশিয়ার বাসিন্দা। এছাড়া, ইউরোপীয় বংশোদ্ভুত ১৫ শতাংশ মানুষের দেহেও এটি শনাক্ত হয়েছে। তবে, আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলে এর উপস্থিতি মাত্র ২ ভাগের মতো।

পর্যবেক্ষণে দেখা গেছে, ভ্যাকসিনের মাধ্যমে কমানো সম্ভব জিনটির কর্মক্ষমতা। গবেষক দলের নেতৃত্বদানকারী অধ্যাপক জেমস ডেভিস জানিয়েছেন, বয়স এবং শারীরিক অবস্থাভেদে জিনটি বাড়ায় মৃত্যুঝুঁকি।

Exit mobile version