Site icon Jamuna Television

পুত্র ঈশানকে প্রকাশ্যে আনলেন নুসরাত

সংগৃহীত ছবি

দীপাবলির উৎসবে ভক্তদের চমক দিলেন টালিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী নুসরাত জাহান। ইনস্টাগ্রামে নিজের ও যশ দাশগুপ্তের দীপাবলি উদযাপনের ছবির সাথে এই প্রথম প্রকাশ্যে এনেছেন সদ্যোজাত ঈশানের ছবিও। খবর আনন্দবাজার পত্রিকার।

বেগুনি সিল্ক শাড়ির সঙ্গে ছিমছাম গহনা, হালকা রূপটান। নরম আলোয় মোহময়ী নুসরাত। আঁচলের ফাঁকে বেরিয়ে পড়েছে ছেলে ঈশানের ছোট্ট মাথা। বেগুনি রঙের পাঞ্জাবি, চোস্ত পাজামায় স্ত্রীর সঙ্গে পাল্লা দিয়েছেন যশও।

দীপাবলির আগেই কাশ্মির থেকে ফিরেছেন এ নায়িকা। এনা সাহার আগামী ছবিতে জুটি বাঁধছেন নুসরাত ও যধ। সেই ছবির একটি গানও ক্যামেরাবন্দি হয়েছে কাশ্মীরে। ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক।

Exit mobile version