Site icon Jamuna Television

এক কেজি তরমুজের দাম ২৩ লাখ টাকা

ইউবারি তরমুজ। সংগৃহীত ছবি

বিজ্ঞানের কল্যাণে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়নের ফলে সঙ্কর প্রজননের মাধ্যমে নতুন নতুন প্রজাতির ফল ও সবজি উদ্ভাবন করা হচ্ছে যা নজর কাড়ছে বিশ্বের।

তবে জাপানের ইউবারি তরমুজের দাম শুনে আপনি অবাক হতে পারেন। এই তরমুজের এক কেজির দাম বাংলাদেশি মুদ্রায় ২৩ লাখ টাকারও বেশি। জাপানে খুব অল্প পরিমাণে এই তরমুজ বিক্রি হয়।

এই তরমুজ জাপানের ইউবারি অঞ্চলে গ্রিন হাউসের মধ্যে সরাসরি সূর্যের আলোতে উৎপাদিত হয়। এতো দাম হলেও ধনীদের মধ্যে ইউবারি তরমুজের ব্যাপক চাহিদা রয়েছে।

Exit mobile version