Site icon Jamuna Television

ডলারের দাম আরও বাড়লো

বেড়েই চলছে মার্কিন ডলারের দাম। বৃহস্পতিবার সর্বোচ্চ লেনদেন হয়েছে ৮৫ টাকা ৮০ পয়সায়। তবে খোলা বাজারে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে ডলার। পরিবর্তন এসেছে বৃটিশ পাউন্ডের দামেও। দুই সপ্তাহের ব্যবধানে কমেছে ১ টাকা।

এনসিসি ব্যাংকের তথ্য বলছে, সোমবার সর্বোচ্চ ১১৯ টাকা ৩০ পয়সায় লেনদেন হয় মুদ্রাটির। সর্বনিম্ন ১১৮ টাকা ৮৯ পয়সা দর ছিল বুধবার। ১০১ টাকা ৪ পয়সা থেকে ১০১ টাকা ৪৯ পয়সায় ওঠানামা করেছে ইউরোর বিনিময় মূল্য। কিছুটা বেড়েছে অস্ট্রেলিয়ান ডলারের দর। সর্বোচ্চ ৬৫ টাকা ৪৫ পয়সায় বিক্রি হয় রবিবার। ২০ টাকা ৬৫ পয়সা থেকে ৭০ পয়সার মধ্যে হাতবদল হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিত।

কিছুটা স্থিতিশীল ছিল সিঙ্গাপুর ডলারের বাজার। মঙ্গলবার ৬৪ টাকা ৮৯ পয়সায় বেচাকেনা হয় মুদ্রাটি। অপরিবর্তিত ছিল সৌদি রিয়ালের দর। লেনদেন হয়েছে ২২ টাকা ৮৮ পয়সায়। ওঠানামা ছিলো কানাডিয়ান ডলারের দাম। আর ভারতীয় রুপির জন্য সর্বোচ্চ গুনতে হয়েছে ১ টাকা ১৫ পয়সা।

Exit mobile version