Site icon Jamuna Television

ভারতে সংখ্যালঘু নির্যাতনের নিন্দা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের

ভারতের ত্রিপুরায় সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শুক্রবার (৫ নভেম্বর) সকালে ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে এই নিন্দা জানানো হয়। এসময় সম্প্রতি দেশে ঘটে যাওয়া সহিংসতারও নিন্দা জানায় তারা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী অসাম্প্রদায়িক দেশে সহিংসতা ছড়াচ্ছে।

এসময় দ্রুত তাদের বিচারের আওতায় এনে সংসদে সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠান করাসহ তিনটি দাবি উত্থাপন করেন। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও সংখ্যালঘু সম্প্রদায় থেকে একজনকে পূর্ণ মন্ত্রী নিয়োগ দেয়ার দাবি তাদের। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করাও রয়েছে তাদের দাবিতে।

Exit mobile version